দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : অনুষ্ঠানে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল আওয়ালকে সংবর্ধনা দিয়েছে বিটেশ্বর ইউনিয়ন ছাত্রদল। সোমবার (৭ জুলাই) বিকাল চারটায় বিটেশ্বর বাজারে আয়োজিত অনুষ্ঠানে বিটেশ্বর ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মো. ইব্রাহিম প্রধান রাফির নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতি আব্দুল আওয়ালকে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের জন্মদিন উপলক্ষে কেক কাটেন নবনির্বাচিত সভাপতি আব্দুল আওয়াল। এ সময় ড. মারুফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোবারক হোসেন মাস্টার, মো. সিরাজ মেম্বার, রফিক মিয়া, মো. আলমগীর হোসেন এবং মো. শাহাবুদ্দিন, মানিক ভূঁইয়া, জুয়েল মোল্লা, আল-আমিন সিকারী, জামিল প্রধান প্রমুখ।