1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন মুন্সিগঞ্জের একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লালু তার তিন সহযোগী সহ গ্রেফতার মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশি অস্ত্র নিয়ে শ্রমিক লীগ নেতা সহ ৩ জন গ্রেফতার ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন *তৃতীয় বিশ্ব স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্স শুরু* হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা ওসমান শরিফ হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক

বিএনপি সংবিধানকে পাকিস্তানি কায়দায় নিয়ে যেতে চায় : আমু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাংবিধানিক ধারা বজায় রেখেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান মেনে যে কোন শর্ত আওয়ামী লীগ মেনে নেবে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি সংবিধানকে পাকিস্তানি কায়দায় নিয়ে যেতে চায়। তারা সংবিধান মেনে নির্বাচন আসতে চায় না। তাদেরকে সংবিধান মেনেই নির্বাচনে আসতে হবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি, শেখ হাসিনার বিরুদ্ধে নয়; আন্দোলন করছেন দেশের বিরুদ্ধে। নির্বাচন ছাড়াই যারা ক্ষমতায় এসেছিল তারই এখন নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।

পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়- তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খালেদা জিয়ার এমন বক্তব্য টেনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য কোন কোন শিশু এবং পাগলকে বিএনপি ঠিক করেছে তাও জানতে চেয়েছেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, বায়ান্ন বছর পরেও আমেরিকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বিরোধিতা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন নিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতা থাকাকালীন গড়ে ওঠা হাওয়া ভবন এখন লন্ডনে স্থানান্তরিত হয়েছে।

অলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, বাংলাদেশ, তরিকত ফেডারেশন যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com