বঙ্গনিউজবিডি ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভরতদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে সেখানে সাঈদী সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। মঙ্গলবার দুপুরে এসব ঘটনা ঘটে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মসজিদের উত্তর গেটে কয়েক দফা থেমে থেমে পুলিশ ভেতর ঢোকার চেষ্টা করে জামায়াতের অনুসারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেখান থেকে দুয়েকজন বের হয়ে এলে তাদের আটক করা হয়।
পুলিশকে বলতে শোনা গেছে, যাদের আটক করা হয়েছে, থানায় নেয়ার পর তাদের ব্যাপারে যাচাই করা হবে। কোনো ঝামেলা না থাকলে আটকদের ছেড়ে দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জোহরের নামাজের আগে দেয়া বয়ানে ১৫ আগস্ট নিয়ে কথা বলছিলেন ইমাম। এর মধ্যে একদল জামায়াতকর্মী জোর করে গায়েবানা জানাজা শুরু করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মূলত এ সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানী বলেন, দুপুর দুইটার দিকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ দলটির চারকর্মীকে আটক করেছে।
মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে শোক দিবসের দোয়া ও জামায়াতে ইসলামের কার্যক্রম চলায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশের উপর ইট পাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মসজিদের ভেতরে এখন তেমন কারো উপস্থিতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।