দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : দাউদকান্দির ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের মুবাল্লিগ রাহমানিয়া কাফেলা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা জাকির হোসেন মুজাহিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বুধবার রাত ১.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় মোটরসাইকেল চাপায় তিনি গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদৈল গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ আবু বকর ছিদ্দীক আল কাশেমী।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াপাড়া দরবার শরীফের মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন।