বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (HSB) এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (EHA)-এর সহযোগিতায় ৩ ও ৪ অক্টোবর ২০২৫ তারিখে Hotel InterContinental, Dhaka-এর Ruposhi Bangla Grand Ballroom-এ বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো EHA-HSB Hematology Tutorial ২০২৫। দেশের হেমাটোলজির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাইলফলক। দুইদিনব্যাপী এই টিউটোরিয়ালে ১৫ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী এবং ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
৩ অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. আমীন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (EHA)-এর প্রতিনিধি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং টিউটোরিয়াল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দুইদিনব্যাপী এই টিউটোরিয়ালে হেমাটোলজিক্যাল রোগ বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, B সেল ও T/NK সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়া নিয়ে সর্বশেষ রোগ নির্ণয় ও চিকিৎসা কৌশল আলোচনা করা হয়।
ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (EHA)-এর আন্তর্জাতিক খ্যাতিমান বিশেষজ্ঞরা প্রতিটি সেশন পরিচালনা করেন এবং স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কেস উপস্থাপন করেন। প্রতিটি সেশনের পর সমাপনী আলোচনায় অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে যুক্ত হন। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ইন্টারেক্টিভকুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষামূলক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
প্রথম দিনের বিকেলে দেশীয় গান ও সাংস্কৃতিক কৃতি উপস্থাপন করা হয় এবং রাতের ডিনারের মাধ্যমে দিনটি সমাপ্ত হয়। দ্বিতীয় দিনে সকাল থেকে চারটি সেশন অনুষ্ঠিত হয় এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে টিউটোরিয়াল সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (EHA)-এর প্রতিনিধি বক্তব্য রাখেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রোগ্রাম বাংলাদেশের হেমাটোলজি সম্প্রদায়কে আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতা আমাদের রোগীদের সেবা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেবে।
এই টিউটোরিয়াল বাংলাদেশের হেমাটোলজি চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।