আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সংযুক্ত করে,অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করলেন হাসপাতাল কতৃপক্ষ।আল মদিনা হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও টিআরএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের এর পক্ষ থেকে আল মদিনা হাসপাতাল কে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রধান করা হয়।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের হলরুমে আল মদিনা হাসপাতালের চেয়ারম্যান আবদুল হাই জুয়েলের সভাপতিত্বে উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম,আতাউর রহমান মুকুল,সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের সভাপতি তাজউদ্দিন পলাশ,আল মদিনা হাসপাতালের ইসি আবুল কালাম,ফেনী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতালের পরিচালক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী,হাসপাতালের ভাইস চেয়ারম্যান মাছুম বিল্লাহ,ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ সোহেল সহ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, হাসপাতালের মাধ্যমে ফেনী বাসীর মানুষের জন্য সবসময় সবচেয়ে সেরা ও মানসম্মত সেবা দেওয়ার আশ্বাস দেন হাসপাতাল কতৃপক্ষরা,তার বলেন আমরা এই শহরে ব্যবসা করতে আসিনি,হাসপাতালের মাধ্যমে মানুষের পাশে দাড়িয়ে সঠিক সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য।
কারণ আমরা যারা এই হাসপাতালের দায়িত্বে রয়েছি সবাই আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ ব্যাক্তি,হাসপাতালের আয় দিয়ে চলতে হবেনা আমরা ইনশাআল্লাহ।
তাছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের জন্য আমরা সকল সেবা সহজ করে দেওয়া টা আমাদের লক্ষ্য এবং অসহায় মানুষরা যেন সবসময় আমাদের হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবা বা সহযোগিতা নিতে পারে সেভাবে কাজ করব ইনশাআল্লাহ।
পরে সকলের উপস্থিতিতে দোয়া মোনাজাত করে নতুন অ্যাম্বুলেন্স টি হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।