বঙ্গনিউজবিডি ডেস্ক : পুলিশি বাধায় পণ্ড হয়েছে বিএনপির নারী দিবসের র্যালি। নয়াপল্টনে দিবসটিকে ঘিরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করতে গেলে অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়ে তারা। এর আগে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গণতন্ত্রকে ভয় পায় বলেই বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে সরকার। সরকার পতন আন্দোলনে ছাত্রদলকে ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা আর ধস্তাধস্তির মধ্য দিয়েই শেষ হয় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নারী দিবসের কর্মসূচি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে দলটির নারী কর্মীরা। এক পর্যায়ে পিছু হটেন তারা। পণ্ড হয় নারী দিবসের আনন্দ র্যালি।
তবে এ বিষয়ে পুলিশ বলছে, অনুমতি না থাকায় নারী দিবেসের র্যালি করতে দেয়া হয়নি মহিলা দলকে।