বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি ও নিষ্পত্তির আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে গত পাঁচ দিনে ২৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ভাগ্য নির্ধারণের অপেক্ষায় রয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমরসহ পাঁচজন হেভিওয়েট প্রার্থী। তাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিক, মামলা ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) শেষ দিনের মতো আপিল শুনানি ও নিষ্পত্তি করবে কাজী হাবিবুল আউয়াল কমিশন।
শাহজাহান ওমর
গত ৯ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মনিরুজ্জামান মনির। তার বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। এ বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।