1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আলোচনা সভা ও কুলখানি অনুষ্ঠিত মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ : দুধরচকী। বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত: দ্বৈত নাগরিকত্ব ঘিরে নতুন রাজনৈতিক চাপ ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ জনসমর্থনের মুখে প্রশাসনিক যাচাইয়েও টিকে গেল বিএনপির মহাসচিব তাসনিম জারার মনোনয়ন বাতিল তারেক রহমানের নেতৃত্ব কাঠামো শক্তিশালী করতে নতুন নিয়োগ একান্ত সচিব ও প্রেস সচিব পদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএনপির জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :  নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাহুতলা তিন রাস্তায় মোড় খালেক মার্কেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় অফিসে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিম এর সভাপতিত্বে এবং
ডিপিডিস শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিপিএ) কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন স্বপনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি,
যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাকিল আহমেদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিব মাহবুব রাফি।
আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ী পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাস্টার আবু তাহের আলী, আবুল কালাম ঢালী, হুমায়ূন কবির, ইউনিয়ন বিএনপির নেতা শাহ জালাল, জিয়াউল হক, রেজাউল করিম রিজভী, ডাক্তার নাছির উদ্দিন,
শ্রমিকদলের নেতা মনির হোসেন, নূর নবী সুমন, ইসমাইল হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইয়াসমিন আরাফাত পাপ্পু, ফরহাদ রেজা।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলেন বাঙ্গালী জাতীর মহা নক্ষত্র, একজন আর্দশ দেশপ্রেমিক গনতন্ত্রের অন্তত প্রহরীকে হারিয়েছে। মানুষের অধিকারের জন্য সারাজীবন যুদ্ধ করে গেছেন। মরহুমা বেগম জিয়াকে বিশ্ব নেতাদের সঙ্গে তুলনা করে বলেন মুসলিম পৃথিবীতে এতো বড় জানাজা আর কারো হয়েছে কিনা আমার জানা নেই। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করেছে এবং যারা জানাজা অংশগ্রহণ করতে পারেনি তারা দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অংশগ্রহণ করে, গনতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি আপসহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রক্ষমতায় থাকা এবং বিরোধী দলে নেতৃত্ব দেওয়া, প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন দৃঢ় ও অনড়।
২০০৭ সালে ফখরুদ্দিন-মইন উদ্দিন গংরা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চাইছিল ও তখনো খালেদা জিয়া বলছে বিদেশে আমার কোন প্রভু নেই, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি আমাকে বলছে আমি দেশেই থাকবো খোকন কিছু একটা করো তখন আমি প্রথম হাইকোর্টে ফখরুদ্দিন-মইন আহমেদ সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে মামলা করি।

পরিশেষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাবেক ৩বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও সকল মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা দোয়া করা হয়েছে।
মরহুমা খালেদা জিয়ার
কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মিরাজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com