নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোড়ে একটি ২লা ভবনে বিস্ফোরণ ও অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়েছে।
সংবাদ পাওয়ার সময় ৯-০১টা।
১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯-০৬টা।
বিস্ফোরণে ভবনের পেছনের অংশ ধসে পড়েছে। ৬টি ইউনিটের চেষ্টায় ১০-২৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ধসে পড়া অংশ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমাদের কাছে আসেনি।