বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “ধ্বংস নয়, প্রতিশোধ নয়—আসুন ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।”
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসের শুরুতেই দেশ-বিদেশের সব মানুষের জন্য আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তারেক রহমান। তিনি লেখেন, ইংরেজি নববর্ষ এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই এই উৎসব বিশ্বব্যাপী উদযাপন করছে।
নববর্ষকে কেবল একটি উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি উল্লেখ করে তিনি বলেন, নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সময় এসেছে—যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।
গত বছরের স্মৃতিচারণা করে তারেক রহমান উল্লেখ করেন, অর্জন ও সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা এবং প্রিয়জন হারানোর বেদনাও আমাদের সঙ্গী হয়। এসব অভিজ্ঞতা থেকেই নতুন বছরের জন্য নতুন বার্তা ও অঙ্গীকারের জন্ম নেয়।
নতুন বছরে রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, গণবিরোধী পরাজিত শক্তি দীর্ঘদিন জনগণের অধিকার বন্দি করে রেখেছিল। এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ নতুন করে শুরু করতে হবে।
নববর্ষকে নতুন আশা ও সম্ভাবনার প্রতীক উল্লেখ করে তারেক রহমান প্রত্যাশা করেন, অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে এবং চিরতরে দূর হয়ে যাবে সব অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন।
সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক পরিসরে সব বাধা অতিক্রম করে সম্মিলিত প্রয়াসে সংগ্রামমুখর ঐতিহ্যের পথ ধরেই জাতিকে এগিয়ে নিতে হবে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করে তিনি তার স্ট্যাটাস শেষ করেন।