রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর নিজবাস ভবন ভোগনগড় ইউনিয়নের ভাবকী গ্রামে দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার ত্যাগ, নেতৃত্ব ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বারবার নির্যাতিত হলেও কখনো মাথা নত করেননি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে কাজ করতে হবে। বর্তমান দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দোয়া মাহফিল শেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো: রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ বীরগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।