ফেনী প্রতিনিধি:- দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের মাসিক সভা দাগনভূঞার একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন সাংবাদিক কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান এম এ তাহের পন্ডিত। সংগঠনের ডিরেক্টর তবারক হোসেনের সঞ্চালনায় ট্রাষ্টে আরো বক্তব্য রাখেন,আলমগীর ননী,আবুল হাসনাত তুহিন,মোখছেদুর রহমান পাভেল, আলাউদ্দিন আল হাসান, জাকির হোসাইন, শাহালাম সিনিয়র,শাহালাম জুনিয়র, অর্জুন দাস, জিয়াউল হক পিন্টু, তাহেরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন,আব্দুল আউয়াল মিলন, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সদস্যদের সম্মতিক্রমে ট্রাষ্টের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন অনুষ্ঠান,নতুন সদস্য ভর্তি,ট্রাষ্টের বৃত্তি পরীক্ষা, সাহিত্য সাময়িকি প্রকাশ এর সিদ্ধান্ত,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ ও ট্রেজারার দায়িত্ব অর্পণ বিষয়ক বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্ব-সম্মতি কমে সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা য় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসনাত তুহিন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন আল হাসান কে ট্রেজারের দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির আহবায়ক ডাক্তার জাকির হোসেন, সাহিত্য সাময়িক সম্পাদক আলমগীর ননী, বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার কামরুল আহসান কে দায়িত্ব দেওয়া হয়।