বিশেষ প্রতিনিধি (জসিম মোল্লা) দাউদকান্দি : আজ,সোমবার, ২৫-০৬-৩০ইং- বেলা ১২টায় দাউদকান্দি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৪২ কোটি ৯১ লক্ষ ৫৯ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করেন, আলোচিত পৌর প্রশাসক ও দাউদকান্দি উপজেলার, সহকারী ভূমি কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ রেদওয়ান ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা, মোঃ তাজুল ইসলাম, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ হাবিবুর রহমান পৌরসভার, সহকারী প্রকৌশলী, এইচ,এম কামরুজ্জামান,পৌরসভার, উপসহকারী, জেরিন সুলতানা, পৌরসভার, হিসাব রক্ষক, মোঃ শাহাদাত হোসেন, পৌরসভার, স্যানিটারী ইন্সপেক্টর, মোঃ কামরুজ্জামান, পৌরসভা প্রকৌশলী দপ্তরের কার্যকর কর্মকর্তা, মোঃ আব্দুল আহাদ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার বহু প্রতিনিধিদের সম্মুখে বাজেট ঘোষণা করে থাকেন।
এবারের বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা। মোট উন্নয়ন উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৪৫ টাকা। বাজেটে রাজস্ব আয় ১৩ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৩ শত ৩১টাকা এবং রাজস্ব ব্যয় ৯ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকা দেখানো হয়েছে। মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৯ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৪৫ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৭ কোটি ১৫ লাখ টাকা।