বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে তার বিরুদ্ধে পূর্বে জারি করা সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ তদন্ত শেষে রোমান খন্দকারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুনরায় পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দাউদকান্দি উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা জানান, রোমান খন্দকার একজন সক্রিয় সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দলে কাজ করে আসছেন। তার পুনর্বহালে মাঠপর্যায়ের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
রোমান খন্দকার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দল আমার ওপর যে আস্থা পুনঃস্থাপন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আগামীতেও দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখব।”
উপজেলা যুবদলের নেতারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাই একসঙ্গে কাজ করবেন।