1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি ও পরিবেশে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি: এআইপি মতিন সৈকত পেলেন ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ও ফেলোশিপ পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়া, ইসির ব্যাখ্যা দাবি বিএনপির ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা: ছাত্ররাজনীতিকে রাষ্ট্রনায়ক তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে হবে — ড. খন্দকার মারুফ হোসেন রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে যমুনায় মুখোমুখি ইউনূস–তারেক জনমানুষের হৃদয়ই রাজনীতির প্রকৃত শক্তি নির্বাচনী রাজনীতিতে নতুন গতি: সিলেট থেকে প্রচারণা শুরু, নারায়ণগঞ্জে তারেক রহমানের পথসভা ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ এসে এম শাহ্ জালাল সাইফুল : রবিন বলছেন, ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে। তার পরই তৎকালীন ঢাকা-৪ এর সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের এই এলাকা গ্রাম থেকে শহরে রূপান্তরের পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজ শুরু করেন। আমি আমার বাবার মতো কাজ করতে করতে মৃত্যবরণ করতে চাই।

বুধবার (১৪ জানুয়ারি)) রাতে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানাধীন ৬০নং ওয়ার্ড বিএনপির নুরপুর ১ও ২ নং ইউনিটের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় স্মৃতিচারণকালে তিনি একথা বলেন।

রবিন বলেন, ডেমরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুয়েত-মৈত্রীর মাধ্যমে ব্রিজ করেন। আমি নিজে উপস্থিত ছিলাম। এই এলাকার যত রাস্তা, পানির পাম্প, গ্যাস লাইন তার সবকিছুই ১৯৯১-২০০৬ সালের মধ্যে স্থাপিত। আমি এলাকার অনেক মুরুব্বির সঙ্গে কথা বলেছি ২০০৬ এর পরে নতুন করে কোনো স্থাপনা হয়নি।

তিনি বলেন, শনির আখড়া আন্ডারপাস না হলে আমাদের চলাচলে কত সমস্যা হতো তা আপনারা ভালো জানেন। মা-বোনদের চিকিৎসার জন্য মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে স্থাপন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, বিশেষ করে এই এলাকাবাসী। এখানে অনেকেই আছে যারা খালেদা জিয়ার কর্মের কথা অনেক বেশি জানেন এবং নিজেরাই সেই কর্মকাণ্ড সফল করেছেন।

রবিন বলেন, আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বলছি, আমার এলাকায় আমার দলের কেউ যদি কখনো চাঁদা নেয় বা কোন অপরাধ করে, আমি নিজে ঘাড় ধরে তাকে পুলিশে দেবো।

এ সময় দোয়া মাহফিলে বক্তব্য দেন জুলাই যোদ্ধা ইয়াসিন ও রাকিব। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা-৪ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সভাপতিত্ব করেন হাজী ইউসুফ আলী ভূঁইয়া। মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ রেদওয়ান উল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com