1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গোয়ালমারী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া কৃষি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি : তারেক রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্র (যাহার নিবন্ধিত নামঃ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি) এর মধ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উভয় পক্ষ পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র গবেষণায় একে অপরকে সহযোগিতা করবে। উভয়পক্ষ যৌথভাবে অথবা একে অপরের সহযোগী হয়ে বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. এজেএম আবদুর রউফ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক জনাব মোহাম্মাদ আবদুল ওয়াজেদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আবদুল জব্বার হাওলাদার, বাংলাদেশ পরিবেশ কেন্দ্র এর চেয়ারম্যান মূর্তজা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ জসীম উদ্দিন।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ শোয়েইব চৌধুরী, মাসুমা চৌধুরী, মোঃ মেহেদী হাসান, মীর মোহাম্মাদ আলী, মুহাম্মদ জামাল হোসাইন এবং বিপ্লব হোসাইন খান। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক, পিএইডি গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি (যার বাংলা নাম বাংলাদেশ পরিবেশ কেন্দ্র) দীর্ঘদিন ধরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র নিয়ে গবেষনা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গবেষণা কার্যক্রম আরো ব্যপকভাবে করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com