বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে প্রায় এক যুগ ধরে সুনামের সঙ্গে পথচলা প্রতিষ্ঠান ব্লু বার্ড ইভেন্টস বিডি শুরু করতে যাচ্ছে তাদের নতুন অধ্যায়। দীর্ঘ এই যাত্রায় মানসম্মত সেবা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা। এরই ধারাবাহিকতায় ইভেন্ট জগতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ব্লু বার্ড ইভেন্টস।
এই উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা-তে আয়োজন করা হয়েছে এক জমকালো লঞ্চিং অনুষ্ঠান। আয়োজনটিকে ঘিরে ইতোমধ্যেই শোবিজ অঙ্গনের তারকা, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ব্লু বার্ড ইভেন্টসের সিস্টার কনসার্ন হিসেবে যুক্ত থাকছে নুর ক্যাটারিং, শাদি মুবারাক ও ব্লু বার্ড লেন্স। পুরো আয়োজনজুড়ে থাকছে মনোমুগ্ধকর কোরিওগ্রাফি, র্যাম্প শো, সংগীতানুষ্ঠানসহ নানা বিনোদনমূলক পরিবেশনা।
জমকালো এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চৌধুরী, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, কোরিওগ্রাফার উম্মে হাবিবাসহ শোবিজ অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ। ব্লু বার্ড ইভেন্টসের ফেস অব দ্য ব্র্যান্ড হিসেবে থাকছেন বুশরা কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ।
প্রায় ৩০০ জনেরও বেশি ভিআইপি অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আয়োজন প্রসঙ্গে ব্লু বার্ড ইভেন্টসের কর্ণধার সুমাইয়া নুর নীলিমা জানান, এই আয়োজন ঘিরে তারা দারুণ ব্যস্ত ও উচ্ছ্বসিত সময় পার করছেন এবং অতিথিদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ব্লু বার্ড ইভেন্টসের সেবাগ্রহীতারাও প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করে জানান, কর্ণধার সুমাইয়া নুর নীলিমা ও তার টিম অত্যন্ত আন্তরিক ও নিবেদিতপ্রাণ। তাদের শৃঙ্খলা, নিখুঁত পরিকল্পনা ও পেশাদার উপস্থাপনা সত্যিই মুগ্ধ করার মতো। সন্তুষ্টি প্রকাশ করে তারা বলেন, প্রত্যাশার চেয়েও বেশি মানসম্মত সেবা পেয়েছেন এবং কর্মীদের মধ্যে কখনোই ক্লান্তির ছাপ দেখা যায়নি।
সব মিলিয়ে, ব্লু বার্ড ইভেন্টসের এই নতুন যাত্রা ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।