শুক্রবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯০৭ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ হাজার ৩০০ জন। মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৫০ জন।



