ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার ঔষধ ব্যবসায়ীদের সার্বিক কল্যাণার্থে ঠাকুরগাঁওয়ে গঠিত হলো ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি। রোববার দুপুরে ঠাকুরগাঁও আমতলী চৌরাস্তায় কমিউনিটি হাসপাতালের কনফারেন্স রুমে জেলা শহরের নেতৃস্থানীয় ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। এম আর ড্রাগসের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিসিন মার্টের আব্দুল মান্নান, দোলন ফার্মেসির হুমায়ুন কবির, হাবিব ফার্মেসির হাবিবুর রহমান, পলবী ড্রাগ হাউজের প্রণব কুমার ঘোষ, কেয়ার ফার্মেসির ডাঃ ইহসানুল হক এবং সমতা ফার্মেসির আনসারুল হক।
সভায় সবাই একমত হন যে, এই সংগঠন ঔষধ ব্যবসায়ীদের জীবিকা, নিরাপত্তা ও সার্বিক স্বার্থে পরিচালিত হবে এবং এই পেশায় নিযুক্তদের উপর যে কোনো ধরনের অন্যায় অবিচার চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়াও সংগঠনটি সামাজিক ও রাষ্ট্রিয় কল্যাণে কাজ করবে। সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে সংগঠনের তহবিল থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ডাঃ ইহসানুল হককে আহবায়ক এবং আনসারুল হককে সদস্যসচিব করে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক ডাঃ ইহসানুল হক ইহসান জানান, শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং জেলার সকল ঔষধ ব্যবসায়ীকে এই কমিটিতে একত্রিত করার জন্য এবং কল্যাণমুখী একটি সংগঠন করার জন্য কমিটি কাজ করে যাবে ।
জাকির মোস্তাফিজ মিলু