ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
সভায় বক্তারা বলেন, মৃতপথযাত্রী জনপ্রিয় ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে রেখে তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে বাঁধাগ্রস্ত করছে বর্তমান অনির্বাচিত স্বৈরাচারী সরকার। এভাবে তাঁকে অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা।খালেদা জিয়ার কোনো কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে এবং উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তারা মন্তব্য করেন।
রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের পদত্যাগী সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপি নেতা পয়গাম আলি, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।