ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :” দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, ঠাকুরগাঁও এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়। সোমবার সকালে শান্তির দূত পায়রা ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেন ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও’র উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।
মেলায় স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষাসহ লিগ্যাল এইড অফিস, পুলিশ ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে। এখানে সেবাগ্রহীতার বিরাট লাইন চোখে পড়ে।
পরে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখের জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান,জেলা প্রশাসক ইশরাত ফারজানা , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দিন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল , জেলা আইনজীবী সমিতির সভাপতি এড জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এড মকদুুুম সাব্বির (মৃদুল), পিপি এড আব্দুল হালিম, জিপি সারোয়ার হোসেন ও পিপি (নারী ও শিশু) এনতাজুল হক প্রমুখ।
জাকির মোস্তাফিজ মিলু