ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরে বিশ্বব্যাংকের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম পরিদর্শন করলেন প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) পোগ্রামের বিভিন্ন কার্যক্রম ।
বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফসল করলাসহ পার্টনার ফিল্ড স্কুল, ডাক্তার পাড়া কৃষক সেবা কেন্দ্র, উত্তম কৃষিচর্চার বিভিন্ন অনুশীলন পরিদর্শন করেন এই টিম। এসময় বিশ্বব্যাংক টিমের সদস্যরা কৃষকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশে পার্টনার প্রোগ্রাম বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহায়তার আশ্বাস ব্যক্ত করেন। তাঁরা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা ও কর্মীর স্বাস্থ্য সুরক্ষার জন্য উত্তম কৃষি চর্চার বিকল্প নেই। তাঁরা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আরও নিখুঁতভাবে কাজ করার তাগাদা দেন।
প্রোগ্রামে বিশ্বব্যাংক টিমে ছিলেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনোমিস্ট ও টাস্ক টিম লিডার- আমাদুবা , কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো, ইফাদ (IFAD)’র কান্ট্রি প্রোগ্রাম এনালিস্ট ডেভিড উইলিয়াম ডোলান। পার্টনারের পক্ষ থেকে তাদেরকে সঙ্গ দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ড.গৌর গোবিন্দ দাশ, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান ও আব্দুল্লাহ আল মুজাহিদ,উপসহকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।
জাকির মোস্তাফিজ মিলু