ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ১৬টি নার্সারিতে প্রায় ৯০ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।
প্রধান অতিথি হিসেবে অভিযান উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ উৎপাদনে এখন আর সরকারি উৎসাহ নেই। এগুলো অতিরিক্ত পানি শোষণ করে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের গাছের পরিবর্তে দেশীয় ও পরিবেশবান্ধব গাছ রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা মানুষের জীবন রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। পানি শোষণকারী গাছের বিস্তার অব্যাহত থাকলে কৃষিকাজ বাধাগ্রস্ত হবে, ভারসাম্যহীনতা দেখা দেবে। এ কারণে সবাইকে এ অভিযানে কৃষি বিভাগের পাশে দাঁড়াতে হবে।”
এর আগে পৌরসভা ও গড়েয়া ইউনিয়নের ছয়টি নার্সারিতে ৬১ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, দ্রুত বর্ধনশীল হলেও এ গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের অবশিষ্ট চারা ধ্বংস করা হবে।
মাঠ পর্যায়ে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাকির মোস্তাফিজ মিলু