ঠাকুরগাঁও প্রতিনিধি :অবরোধের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের সড়কে দূরপাল্লার বাসসহ ভারী যানবাহন বন্ধ ছিল। তবে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। শহরে অটোরিকশা মটর সাইকেল রিক্সা, চার্জার, পাগলু, টুকটুকিসহ বিভিন্ন হালকা যানবাহন চলেছে। রাস্তাঘাটে লোকজনের চলাচল স্বাভাবিক দিনের চাইতে কম ছিল।মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঠাকুরগাঁওসহ সারা দেশে লাগাতার ৩ দিন সড়কপথ ও রেলপথের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তবে ঠাকুরগাঁওয়ে মাঠে কোনো অবরোধকারী দেখা যায়নি।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো: জুয়েল খান, শেখ জুলকারনাইন, নজরুল ইসলাম (হৃদয়) ও মো: সোহেল রানা। অন্যদিকে অবরোধের প্রথম দিনে কড়া নিরাপত্তায় ঠাকুরগাঁও জেলা পুলিশআনসার ও র্যাব।
অবরোধের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে দেখা যায়নি বিএনপির কোন অবরোধ কার্যক্রম। চারিদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিরাজ করছে থমথমে পরিবেশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির দলীয় কার্যালয়সহ শহরের প্রতিটি পয়েন্টে তৎপর ছিল পুলিশ প্রশাসন, নতুন পোষাকের আনসার বাহিনী ও র্যাব।
তবে সড়কপথে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ভারী যানবাহন বন্ধ থাকলেও শহরে অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক।