বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার আলোচিত আসন চকরিয়া-পেকুয়ায় (কক্সবাজার-১) এমপি হিসেবে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তার সঙ্গে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা বর্তমান সাংসদ জাফর আলম নির্বাচন শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট আগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তবে, প্রচারণা শুরুর পর জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং স্থানীয় ভোটাররা ইবরাহিমের পক্ষে মাঠে নামায় পরিস্থিতি পাল্টাতে থাকে। শেষ পর্যন্ত গণজোয়ার শুরু হয়ে ইবরাহিমকে ভোট দেন সর্বস্তরের ভোটারগণ।
ভোটাররা বলছেন, জাফর এমপি থাকাকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এজন্য ভোটাররা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্দিষ্ট সময়ের মাত্র একঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আর ভোটগ্রহণ শেষে গণনাকালে দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রে হাতঘড়ি প্রতীক জাফরের ট্রাক প্রতীককে টেক্কা দিয়ে পাশ হয়ে আসছে। এতে বুঝা যাচ্ছে, জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম।