হাসনাত তুহিন, ফেনী জেলা প্রতিনিধি:-জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগষ্ট আলোচনা ও দোয়া মাহফিলে এসপি হাবিবুর রহমান এর ঝালাময় বক্তব্য বলেন, এই এসপি দুর্নীতি বাজনা, ঘুষখোর না, এই এসপি ঘুষ খায়না, চাইলে আপনারা প্রমাণ দিতে পারেন। জুলাই যোদ্ধাদের বিষয়ে ফেনী যে সকল মামলা হয়েছে সেই বিষয়ে কেউ তদবির করবেন না। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আপনারা যে পরিবর্তন চাচ্ছেন আমারও পরিবর্তন হতে চাই। তার জন্য ফেস্টিদের আমলে যে সকল পুলিশ কর্মকর্তা দুর্নীতিবাজ এবং ফেস্টিদের সহযোগিতা করেছিলেন আমরা তাদের কাউকে ছাড় দিচ্ছি না। অনেক পুলিশ কর্মকর্তা কে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরো হবে ইনশাআল্লাহ। আমি ৭ এ ফ্রেবুয়ারীতে ফেনী জেলায় যোগদান করে যে সকল কথাগুলো বলেছি যাওয়ার আগের দিও সেই কথা বলে যাবো। আমি জুলাই যোদ্ধাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। কারণ আমিও এ-ই ফেস্টিদের শিকার। আমি চাই ফেস্টিট মুক্ত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, কলংক মুক্ত বাংলাদেশ। আপনারা যোদ্ধারা যেমন বাংলাদেশ দেখতে চান আমিও সেই ভাবেই দেখতে চাই। আপনারা অপেক্ষা করুন এই বাংলার মাটিতে ফেস্টিদের বিচার দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ।