অদ্য ০৫/১১/২৩ খ্রি,সময়: ১১/৫০ ঘটিকা।প্রথম ইউনিট পৌঁছায়: ১২.০৫,অগ্নি নির্বাপনের সময়: ১২.২২ ঘটিকা,ইউনিট সংখ্যা: ০২, জিরোমাইল, খাগড়াছড়ি। মিনিট্রাকে আগুন।খাগড়াছড়ি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপন করে।হত্যা হতের ঘটনা ঘটে নাই জানান ফায়ার সার্ভিস এর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।