বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর ৩০ সেপ্টেম্বর ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আসরে ‘কবিতায় ভাষার ব্যবহার’ শীর্ষক আলোচনা করেন কবি আসাদ কাজল।
আসরে কবি নাজমুল হাসান, কবি কামার ফরিদ, কবি মিলি হক, কবি বজলুর রায়হান, কবি আলী মামুদ, কবি মোজাফফর বাবু, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি আতিকুল ইসলাম, কবি সৈয়দ রনো, মজিদুর রহমান বিশ্বাস, শ্যামলী মন্ডল, লিলি হক, আইয়ুব আনসারী, জয়নুল আবেদীন জয়, নুরুল ইসলাম খোকন, নাসরীন গীতি, তন্ময় হারিস, আহমদ মঈন, আকা আজাদ, কায়সার কামাল, মোহাম্মদ শওকত আলী, জহুরুল ইসলাম মঞ্জু, আতিকুজ্জামান খান, চান মিয়া চান্দু, ড. সাবিনা ইয়াসমিন ও প্রসপারিনা সরকারসহ প্রায় চল্লিশ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন কবি রফিক হাসান।
সংবাদ বিজ্ঞপ্তি