বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে আমরা যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। আগামী নির্বাচনে জনগণের রায়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিএনপি ধাপে ধাপে বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে আসছিল। সর্বশেষ এই ঘোষণার মাধ্যমে দলটির ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেল।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।