বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশে চীনের দূতাবাস, আটাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে চীনা পর্যটন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব লি শাওপেং, চীনের দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা, এবং জনাব আবদুস সালাম আরেফ, সভাপতি, আটাব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফুশিয়াস ইনন্সিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুই।
উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা এবং ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে চীনের বেইজিং, গুয়াংডং এবং ইউনান প্রদেশের মনোরম সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চীনের সমৃদ্ধ ঐতিহ্য, শৈল্পিক সৌন্দর্য এবং বিশ্বমানের পর্যটন অবকাঠামোর এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করেন।
আটাব সভাপতি জনাব আবদুস সালাম আরেফ তাঁর বক্তব্যে চীনের পর্যটন খাতে উৎকর্ষ এবং বাংলাদেশ-চীনের পর্যটন সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরেন। তিনি পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি সংরক্ষণে চীনের বিশ্বব্যাপী স্বীকৃতির কথা উল্লেখ করেন এবং আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সরাসরি বিমান সংযোগ পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুনমিং, বেইজিং এবং ক্যান্টন-এ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, যা ভ্রমণকে সহজতর করে তুলেছে।
পর্যটন অংশীদারিত্ব, ভিসা সুবিধা এবং যৌথ উদ্যোগ আরও প্রসারিত হলে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আটাব চীনের পর্যটন সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদযাপন বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতার প্রতিফলন, যা দুই দেশের মধ্যে পর্যটন বাণিজ্যকে আরোও জোরদার করবে।
অনুষ্ঠানে আটাবের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।