বঙ্গনিউজবিডি ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও দুই ছেলে।
রোববার (২১ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে রাত ৯ টা ৩০ মিনিটে রওনা হন খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।’