বঙ্গনিউজবিডি ডেস্ক : শুরু হলো বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচি শুরুর আগেই ঢাকা ও ঢাকার বাইরে আগুন দেয়া হয়েছে ৭টি গাড়িতে। রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, শেরে বাংলানগর, যাত্রাবাড়ি ও মিরপুরে যাত্রীবাহী ৬টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
অবরোধের আগের দিন শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনে আগুন দেয়া হয়। এর ১০ মিনিট পর আগুন দেয়া হয় গাবতলী বাসস্টান্ড এর সামনে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে। কিছুক্ষণ পর গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।