1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন ডা. জাহিদ *অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আইএসডি শিক্ষার্থীদের* রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সাইবার বুলিংকে ‘খুন’ বললেন তারেক রেজা চরম ভোগান্তিতে যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা গুমের পর হত্যা করা হয় ইলিয়াস আলীকে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম

চট্টগ্রামে শূন্য ভোটের লজ্জায় ৭০ শতাংশ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কেউ সাবেক সংসদ সদস্য, কেউবা দলের প্রধান কিন্তু ভোটের খাতায় পেয়েছেন শূন্য। চট্টগ্রামে ১৬টি আসনে ১২৫ প্রার্থীর ৮৭ জন অর্থাৎ ৭০ শতাংশই কোনো না কোনো কেন্দ্রে এমন শূন্য ভোটের লজ্জায় পড়েছেন। যার মধ্যে ৭৩ শতাংশ কেন্দ্রেই ভোট না পাওয়ার ঘটনাও আছে। একে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।

চট্টগ্রামের ১৬টি আসনে কোনো কোনো কেন্দ্রে প্রার্থীদের শূন্যভোট পাওয়ার নজির সৃষ্টি হয়েছে এবারের জাতীয় নির্বাচনে। এই যেমন চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মহিবুর রহমান বুলবুল। এই আসনের মোট ১৮৪ কেন্দ্রের মধ্যে ১৩৬টি অর্থাৎ ৭৪ শতাংশ কেন্দ্রেই তিনি কোনো ভোট পাননি।

একই আসনে ৯১ কেন্দ্রেই কোনো ভোট পাননি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। শূন্য ভোটের তালিকায় আছেন বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, ইসলামিক ফ্রন্টের মহাসচিবসহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, কিংস পার্টি ও সরকারঘেষা ইসলামী দলগুলোর অধিকাংশ প্রার্থীই এমন শোচনীয় অবস্থায় পড়েছেন। যাতে ১৬টি আসনের ১২৫ প্রার্থীর মধ্যে ৮৭ জন অর্থাৎ ৭০ শতাংশই বিভিন্ন কেন্দ্রে একটিও ভোট পাননি। শূন্য ভোট পাওয়া এমন কেন্দ্র ১ হাজার ৬৫৬টি। যা মোট ভোটকেন্দ্রের ৮২ শতাংশ।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, বেশিরভাগ ডামি প্রার্থী হওয়ার কারণেই তাদেরকে মানুষ চিনে না, তাদের কোনো জনপ্রিয়তা নেই, তাদের দলের কোনো অবস্থান নেই। শুধুমাত্র প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা দেখানোর স্বার্থে তাদেরকে প্রার্থী করা হয়েছে। অনেকটা সেটাপ প্রার্থী।

শূন্য ভোটের হারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ সুপ্রীম পার্টি। একতারা প্রতীকে দলের চেয়ারম্যানসহ তাদের প্রার্থী ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য ভোট পেয়েছেন ৩১৯ কেন্দ্রে। তারপরেই রয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, তাদের প্রার্থী ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য ভোট পেয়েছেন ৩৮২ কেন্দ্রে। তৃণমূল বিএনপির প্রার্থীরা ১০টি আসনে নির্বাচন করে শূন্য ভোট পেয়েছেন ২২৫ কেন্দ্রে। ৮টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা ১৬৯ কেন্দ্রে একটি ভোট পেতেও ব্যর্থ হন। এছাড়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনএফ প্রার্থীরা ১৪৩ কেন্দ্রে শূন্যভোট, এনপিপির ৪ প্রার্থী ২৬৫ কেন্দ্রে শূন্যভোট এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরা ১০টি আসনে নির্বাচন করে ১৫৩ আসনে কোনো ভোট পাননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, যারা কোনো ভোট পাচ্ছেন না, কোনো সাড়া জাগাতে পারছেন না এই ধরণের প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচনের জন্য কোনো ভূমিকার পালন করছেন না। অতএব এদের ব্যাপারে নির্বাচন কমিশন অথবা আইনগত দিক থেকে দেখা দরকার যে এদের নির্বাচন করতে দেয়ার দরকার আছে কিনা।

চট্টগ্রামে জাতীয় নির্বাচনে এতবেশি সংখ্যক প্রার্থীর শূন্যভোট পাওয়ার নজির আর নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com