1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো রাজীব দে ঢাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় পেভমেন্ট টাইলস ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক প্রস্তুতকারক গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (GBML) ভাটিয়ারি, চট্টগ্রামে তাদের দ্বিতীয় উৎপাদন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
নতুন এ কারখানার মাধ্যমে GBML অর্জন করেছে একটি বড় মাইলফলক। এটি এখন চট্টগ্রামের সবচেয়ে বড় পেভমেন্ট টাইলস প্রস্তুতকারক এবং একমাত্র ফেয়ার-ফেস কংক্রিট ব্লক নির্মাতা। আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই কারখানায় প্রতি ঘণ্টায় ১,০০০ বর্গফুট প্রিমিয়াম মানের পেভমেন্ট টাইলস এবং প্রতিদিন ১৬,০০০ ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনের সক্ষমতা রয়েছে।
GBML-এর সব পণ্যই বুয়েট পরীক্ষিত, যা তাদের দৃঢ়তা, স্থায়িত্ব ও নান্দনিক গুণগত মানের জন্য দেশের শীর্ষস্থানীয় স্থপতিদের আস্থাভাজন।

গ্রাসহপার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহমুদুর রশিদ বলেন:
“চট্টগ্রাম থেকে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক চাহিদা পাচ্ছি। কিন্তু আমাদের সাভার কারখানা থেকে সরবরাহ করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং ছিল। তাই আমরা এই নতুন কারখানায় বিনিয়োগ করেছি, যাতে স্থানীয় বাজারকে আরও দক্ষতার সঙ্গে সেবা দিতে পারি। ইনশাআল্লাহ, শিগগিরই আমরা সারা দেশে আমাদের কারখানা প্রতিষ্ঠা করব।”
চট্টগ্রামের এই কারখানাটি স্থানীয় নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে। একই সঙ্গে এটি বেশ কিছু কর্মসংস্থান তৈরি করছে, যার মধ্যে নারীদের অংশগ্রহণও রয়েছে, এবং স্থানীয় সরবরাহকারীদের ব্যবসায় নতুন গতি যোগ করছে।
গ্রাসহপার গ্রুপের চেয়ারম্যান মো. তানজির ওমর ফারুক বলেন:
“আমরা সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (UN SDGs)-তে অবদান রাখছি। আমাদের লক্ষ্য হলো প্রচলিত নির্মাণ সামগ্রীর পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণকে প্রতিষ্ঠা করা। পাশাপাশি আমাদের কারখানাগুলোতে আমরা পরিবেশবান্ধব কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি-যেমন বনায়ন কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণ।”
GBML পরিচালক ও গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান আর্কিটেক্ট ড. এম. মাসুদ উর রশিদ যোগ করেন:
“আমরা নিয়মিত নতুন ধারণা ও প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এমন নির্মাণ সামগ্রী তৈরি করা, যা আরও হালকা, আরও মজবুত এবং নিখুঁত ফিনিশিং সহ টেকসই হয়। চট্টগ্রাম কারখানার মাধ্যমে আমরা স্থানীয় বাজারে সর্বোচ্চ মানসম্পন্ন ও পরিবেশবান্ধব সমাধান পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উদ্ভাবন ও উৎকর্ষ GBML-এর মূল চালিকাশক্তি। প্রতিষ্ঠানটি ক্রমাগত গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে, যাতে গ্রাহকদের জন্য টেকসই, উচ্চ-কার্যক্ষম এবং নান্দনিক পণ্য সরবরাহ করা যায়। পরিবেশ ও কর্মক্ষমতার প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে GBML প্রতিশ্রুতিবদ্ধ একটি সবুজ ও টেকসই নির্মাণশিল্পের ভবিষ্যৎ গড়তে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com