1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “সময়ে দেশে ফিরেই নেতৃত্ব দেবেন তারেক রহমান: রিজভী” দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন *ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স * অবিস্মরণীয় ৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের ফেনী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু

ঘাটাইলের জোরদিগিতে মশজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা।।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোরদিগি ফুলমালিচালা গ্রামে মশজিদের নামে জমি দান করায় লাল মিয়া নামে এক ব্যক্তি চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে ৬টি মিথ্যা মামলা।
শরেজমিনে ঘুরে ও মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, প্রায় তিন দশক আগে গ্রামের ধর্মপ্রাণ মানুষদের অনুরোধে এলাকার প্রভাবশালী ব্যক্তি নুর মোহাম্মদ জোরদিগি মৌজার ৫৬৯ দাগের ২৪ শতাংশ জমি মশজিদের নামে দান করেন। এরপর শেখানে একটি টিনশেড মশজিদ নির্মাণ করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাশী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে আশছিলেন।
নুর মোহাম্মদের মৃত্যুর পর তার ছয় ছেলের মধ্যে পাঁচ ভাই পিতার দানকৃত সিদ্ধান্ত মেনে নিলেও বড় ছেলে শাজাহান এর বিরোধিতা শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি একপর্যায়ে মশজিদের রাস্তা বন্ধ করে দেন এবং শেখানে নামাজ আদায় বন্ধ করে দেন। এতে এলাকাবাশীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানালে শাজাহান তার ভাই ও এলাকাবাশীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে দুটি, থানায় দুটি এবং ইউনিয়ন পরিষদে দুটি মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেন লাল মিয়া।

ঘটনাটি সম্পর্কে শাবেক ইউপি শদশ্য ফরহাদ আলী বলেন, ১৯৯৬ শালে নুরু মন্ডল মশজিদের জন্য জমি দান করেন এবং ২০০০ শালে মৃত্যুবরণ করেন। তার গড়া মশজিদে গ্রামবাশী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতেন। কিন্তু শম্প্রতি তার বড় ছেলে শাজাহান ও তার দুই ছেলে মামুন ও আকাশ মশজিদের রাস্তা বন্ধ করে দেন। শাজাহান নিজে হাতে ড্রাগন গাছ কেটে রাস্তা খুলে দিলেও পরে তিনি গ্রামের নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু করেন। এমনকি নতুন মশজিদের জন্য জমি দানকারী লাল মিয়াকেও ছাড়েননি তাড়া ।
গ্রামবাশীরা অভিযোগ করে বলেন, শাজাহানের এমন আচরণে আমরা হতবাক। প্রশাশনের প্রতি আহ্বান জানাই, যেন মশজিদে নিরবিচারে নামাজ আদায়ের পথ শুগম হয় এবং হয়রানির শিকার ব্যক্তিদের শুবিচার নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com