বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রীলংকার প্রধান বিরোধী দল সামাজি জন বালাওয়েগা (এসজেবি) পার্টির নেতা সাজিথ প্রেমাদা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অধীনে প্রধানমন্ত্রী হতে রাজি নন। তবে গোতাবায়া প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালে তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক।
আজ বুধবার এ কথা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্য লক্ষ্মণ কিরিয়েল্লা।
এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে সাংসদ লক্ষ্মণ কিরিয়েল্লা জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে সাংসদ সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি আরো বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়েছে। সংসদের আলোচ্যসূচীতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটিকে বিতর্কের জন্য সংসদে তোলা হবে বলেও জানান সাংসদ লক্ষ্মণ।
এর আগে গত সোমবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধের প্রেক্ষিতে গতকাল পদত্যাগপত্র জমা দেন মাহিন্দা। প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে সেদিনই কলম্বোর দুটি বিক্ষোভ কেন্দ্র তছনছ করে দেয় মাহিন্দার দলের সমর্থকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এক এমপিসহ অন্তত ৭ জন নিহত হন। আহতের সংখ্যা ২৪৯ জনে দাঁড়িয়েছে।
বিক্ষোভকারী ও দেশের ধর্মীয় নেতাদের অভিযোগ, গতকাল বিক্ষোভে সহিংসতা উসকে দিয়েছে রাজাপাকসে পরিবার ও তার সমর্থকরা। সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো সাবেক ক্রিকেট তারকারাও মাহিন্দা রাজাপাকসে ও তার সমর্থকদের কঠোর নিন্দা জানিয়েছে।
প্রসঙ্গত, করোনার ধাক্কার পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্তে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ব্যাপকভাবে মূল্যস্ফীতি বেড়েছে, চলছে বিদ্যুৎ-বিভ্রাট। এ পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।