বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গণফোরাম নেতৃবৃন্দ বলেছেন,যে লক্ষ্যে- উদ্দেশ্য নিয়ে ড.কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম প্রতিষ্ঠা হয়েছিল তা বাস্তবায়ন করার জন্য গণফোরামের সকল নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে।
অদ্য ২৩ আগস্ট শনিবার সকালে কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলা কমিটির আয়োজনে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেত্ববৃন্দ এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হাকিম,গোলাম রব্বানী সবুজ চেয়ারম্যান,মো: হুমায়ুন কবির। কুলিয়ারচর উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র চক্রবর্তীর পরিচালনায় সভায় স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের পক্ষে কাজ করার জন্য আহবান জানানো হয়।