বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা ও উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সব জেলা ও মহানগরে বিজয় র্যা লি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যা লি শুরু হবে।
রাজধানীবাসীসহ বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে র্যা লিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে বিএনপি।