পলাশবাগ, উলন রোড, রামপুরায় ৫ তলা ভবনের ৫ তলার ছাদের চিলেকোঠার পাশে ছাদে নির্মিত একটি কক্ষে আগুন লাগে।
সংবাদ প্রাপ্তি : ১৯:৫৬ ঘটিকা, ঘটনাস্থলে পৌঁছানোর সময় ২০:১২ ঘটিকা।
নিয়োজিত ইউনিট ২টি। আগুন নিয়ন্ত্রণে আসে ২০:২০ ঘটিকায়।
সম্পূর্ণ নির্বাপণ ২০:৫০ ঘটিকা। আগুনে একজন নিহত হয়েছেন। তার নাম আব্দুল হাই জামালী বিপু। তার বয়স আনুমানিক ৪৫। পিতার নাম : মোঃ আব্দুল হালিম সরদার, মাতা: সুলতানা বেগম। ঠিকানা: ৩০১, পশ্চিম রামপুরা, উলন রোড, ঢাকা। নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।
সিগারেট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতি-১ লাখ, উদ্ধার-২০ লাখ।