বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সফলভাবে এন্ডোস্কোপি সম্পন্ন করেছেন চিকিৎসকরা। পাশাপাশি সন্ধ্যার দিকে তার একটি ছোট অস্ত্রোপচারও করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে ম্যাডামের এন্ডোস্কোপি সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াটি পুরোপুরি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো চিকিৎসা কার্যক্রমই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে।
এদিকে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিকেলে এন্ডোস্কোপির পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরও একটি ছোট অস্ত্রোপচার (মাইনর অপারেশন) সম্পন্ন করা হয়।
সূত্রটি আরও জানায়, তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা এবং বর্তমান শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়নের জন্য রাতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও দোয়ার আবহ বিরাজ করছে।