বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : চিকিৎসার প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে দেশটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
একইদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।
দলের মধ্যপ্রাচ্যভিত্তিক নেতাদের বরাতে জানা গেছে, প্রয়োজনে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত কাতার। উল্লেখ্য, এর আগেও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।