বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জুবাইদা রহমান বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও সরাসরি যুক্ত আছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসক দলের গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তারেক রহমানসহ দেশের বাইরে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
মেডিকেল বোর্ড জানিয়েছে, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের জন্য উপযোগী নয়।