1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা, সর্বোচ্চ বরাদ্দ স্বাস্থ্য খাতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২২ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই খাতে। নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। পৌর এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, মশা নিধন, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক জানান, শহরের নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা প্রমাণ করে বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্যভাবে নতুন কোনো কর আরোপ করা হয়নি। পৌর প্রশাসক জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা দেওয়া সঠিক হবে না। এ কারণে বিদ্যমান কর কাঠামো বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। পৌরবাসীর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা মেরামত, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পাইপলাইনের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা নাগরিক সেবার মানোন্নয়ন ও স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com