আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
র্যালিটি শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা
সভায় বিশেষ অতিথি ছিলেন এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষের অপরিহার্যতা তুলে ধরে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা শাখার জামাতের আমির আবদুল মমিন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং কাঠ ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।