বঙ্গ নিউজ বিডি ডেস্ক : লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন ও পর্যাপ্ত মজুত থাকার পরও হঠাৎ অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাঠে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে এবং দেশে এখনো এক লাখ টনের বেশি পুরোনো পেঁয়াজ মজুত রয়েছে। এরপরও সিন্ডিকেটের কারসাজিতে একদিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
দিনাজপুরের হিলিতে যেখানে একদিন আগে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়, সেখানে এখন তা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দীন জানান, প্রকৃতপক্ষে বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আমদানির অনুমতি আদায়ের জন্যই একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।