এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি : বুধবার বিকেল মাধাইয়া বাজার বিএনপির পার্টি অফিসের সামনে থেকে এই র্যালি শুরু হয়, পরে র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এছাড়াও অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কাজী এরশাদ, ও সহসভাপতি মো: সেলিম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী, যুবদল সদস্য সচিব মো: মোজাম্মেল হক, যুবদল নেতা ফরহাদ করিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ র্যালিটি, হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।