বিশেষ প্রতিনিধি **সজল মালো ফরিদপুর। ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত কনস্টেবল এম এ মালেক আজ শুক্রবার বেলা ১১.০০ ঘটিকায় ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ শুক্রবার সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে কনস্টেবল এম এ মালেক-এর মৃত্যুতে পুলিশ সুপার মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[মিডিয়া মানবাধিকার এমপিএস , ফরিদপুর]