1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী কিটবক্স বিতরণ করেন সমাজকল্যাণ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি : সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী সম্বলিত কিটবক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে আমরা অবিলম্বে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছি। এই কিটবক্সগুলো তাদের সাময়িক সংকট মোকাবিলায় সহায়তা করবে।
তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় মাঠপর্যায়ে কাজ করছে যাতে কেউ অবহেলিত না থাকে।
উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০০(দুই হাজার) শিশু পরিবারের মাঝে কিটবক্স বিতরণ করেন।
কিটবক্সে মশারি, খাদ্যসামগ্রী, পানির জার, টুথপেস্ট ও ব্রাশ , টাওয়াল, টর্চলাইট, কম্বলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
উপদেষ্টা বাচ্চাদের পড়ালেখা যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বাচ্চাদের বই,খাতা, কলম এবং স্কুল ড্রেসের ব্যবস্থা করতে সহযোগিতা করা হবে ।
তিনি বলেন, বড় রকমের যে সাহায্য গুলো লাগবে যেমন ঘরগুলো নির্মাণ করতে গণপূর্ত মন্ত্রণালয়, মসজিদের ক্ষয়ক্ষতির বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় তৎপর রয়েছে।
তিনি বলেন, সবার অবদানে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই ত্রাণ কার্যক্রমকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন এবং দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তার প্রত্যাশা জানান।
এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালযের সচিব ড.মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ সেবা অধিদপ্তর মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন বিভাগের প্রধান Natalie McCauley, সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com