নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলার এগারোগ্রাম বাজার কার্যকারী কমিটির আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১১:০০টায় উক্ত বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়ন’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া ম্যানাজার এর সভাপতিত্বে এবং এগারগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সেলিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন উক্ত বাজার কমিটির সভাপতি মো. নোয়াব মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক শেখ মাকছুদুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাহঙ্গীর মেম্বার, বিএনপি নেতা ডা. মো: শাফি, ব্যবসায়ী শেখ ওমর ফারুক মেম্বার, আব্দুল মতিন টেইলার প্রমূখ।
সভায় বক্তারা প্রথমে বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা, উন্নয়ন-সংস্কার ও বাজার পাহারাদার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। পরে বাজার কমিটির সভাপতি মো. নোয়াব মিয়া মেম্বার বাজার কার্যকারী কমিটির মেয়াদ নির্ধারিত মেয়াদ শেষে তিন মাস অতিবাহিত হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এসময় নোয়াব মিয়া মেম্বার বলেন, আমি দীর্ঘদিন এই বাজারের পরিচালনার দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমত বাজারের উন্নয়ন ও সংস্কার করার চেষ্টা করেছি। এই বাজারের ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে বাজারের প্রতিটি গলি পাকা করেছি, স্থায়ী মাছ ও তরকারী বাজারের ব্যবস্থা করেছি। এখন আমার বয়স হয়েছে, আমি শারীরিক ভাবে অসুস্থ্য। তাই আমি আজ থেকে এই বাজার পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। এবং বাজার কার্যকারী কমিটির নির্ধারিত মেয়াদ শেষে তিন মাস অতিবাহিত হওয়ায় এই কমিটি বিলুপ্ত ঘোষণা করিলাম। তিনি আরও বলেন, বর্তমানে এই বাজারে আশেপাশের প্রায় ৩০টি গ্রামের ৩শ এর অধিক ব্যবসায়ী রয়েছেন। এখন আপনারা নতুন করে কার্যকারী কমিটি প্রস্তুত করে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এই বাজার পরিচালনা করবেন আশাকরি।
এরপর ২নং ইউসুফপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম মেম্বারের পরিচালনায় নতুন কমিটি গঠনের লক্ষে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী বাজার কমিটির ২৭টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি পদে জন্য প্রার্থীদের নাম আহব্বান করেন। এবং ক্রমান্ময়ে পাঁচটি পদে আগ্রহীদের নাম চাওয়া হয়। এসময় সভাপতি পদে ১/ হাজী মো: আবদুল জলিল, ২/ শেখ মো: মাকছুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো আবদুল লতিফ, ক্যাশিয়ার পদে ১/ শেখ ওমর ফারক মেম্বার, ২/ মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুর রহমান, প্রচার সম্পাদক পদে মো: লিটন সরকার প্রার্থী হিসাবে আগ্রহ প্রকাশ করেন।
উক্ত প্রার্থীদের মধ্যে সাধরণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং প্রচার সপ্মাদক পদে একক প্রার্থী হওয়ায় তারা স্ব-স্ব পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। সভাপতি ও ক্যাশিয়ার পদে একাধিক প্রার্থী থাকায় উক্ত সভাথেকে সভাপতি ও ক্যাশিয়ার নির্বাচনের জন্য জুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বলাহয় জুরি বোর্ড ওই প্রার্থীদের মধ্যথেকে সভাপতি ও ক্যাশিয়ার নির্বাচন করবে। তখন সেই মোতাবেক ১৫সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে তাদের নাম প্রকাশ করেন জাহাঙ্গীর আলম সরকার। জুরি বোর্ডের নাম প্রকাশের পর ব্যবসায়ীদের মধ্যে এবিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়। এবং তুৃমুল হট্টগোল শুরু হয়।
বিশৃঙ্খলা এড়ানোর জন্য উক্ত সভার সভাপতি ২নং ইউসুফপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া ম্যানাজার উক্ত বাজারের নতুন কমিটি গঠন কর্যক্রম অসমাপ্ত রেখে সভা স্থগিত করেন। এসময় তিনি বলেন, আপনারা শান্ত হন। এটা একটা ঐতিহ্যবাহী বাজার। এখানে কোন বিশৃঙ্খলা করবেন না। পরবর্তীতে আমরা আবার বসে আপনাদের নিয়ে অসমাপ্ত এ সমস্যার সমাধান করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, ২নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, মোগসাইর ৯নং ওয়ার্ডের মেম্বার মো: জামাল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মো: ছবির হোসেন, বিএনপি নেতা মো: নান্নু মিয়া প্রমূখ।